Tuesday, September 25, 2012

বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক পুনরায় অর্থায়নের ঘোষণা

                                                                              
বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক পুনরায় অর্থায়নের ঘোষণা দিলেও আগের ঋণচুক্তি বাতিলের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করতে সরকার তদন্ত অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে স্বেচ্ছাসেবক লীগের যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। ডেইলি স্টার অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কে কী করেছে, তা খুঁজে বের করতে আমরা তদন্ত করব; এ থেকে আমরা বিরত থাকব না। দোষী ব্যক্তিদের খুঁজে বের করতে আমরা বদ্ধপরিকর।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাত্ হয়েছে এবং তিনি এ ব্যাপারে তাঁর ইচ্ছার কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে আমি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে বলেছি, এই ব্যাপারে আমরা পুরো তদন্ত করতে চাই। আমি জানতে চাই, কেন আগেরবার বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করেছিল। আমি অর্থায়ন বাতিলের পেছনের প্রকৃত সত্য জানার ব্যাপারে অনড়।’
প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ না করে কড়া ভাষায় তাঁর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একজন ব্যক্তি কেবল একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদের জন্য পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের ব্যাপারে প্রভাবিত করেছেন।’ তিনি বলেন, ‘আমি নাম উল্লেখ করতে চাই না, সবাই নাম জানেন। ওই ব্যক্তির ব্যবস্থাপনা পরিচালক পদে থাকার বয়স নেই, কিন্তু তিনি সেই পদে থাকতে চান।’
আওয়ামী লীগ পদ্মা সেতু প্রকল্পে কখনো কোনো ধরনের ঘুষ ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তদন্ত করছে এবং তা শেষ হবে। তদন্তে সহায়তা করার জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধি দিতে বিশ্বব্যাংককে বলা হয়েছে।
পদ্মা সেতুর ব্যাপারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারা একটি পদ্মা সেতুই বানাতে পারেনি। এখন আপনি (খালেদা) বলছেন, পদ্মায় দুটি সেতু করবেন। পাঁচ বছরের শাসনামলে যখন একটি সেতুই করতে পারলেন না, এখন দুটি কীভাবে করবেন?’
come to mukthis world and raise your hands against Islamic militantness terrorism,war crimiminal & loots and corruption.