Tuesday, October 13, 2015

১৫ই আগষ্ট ১৯৭৫ সাল। “বাঙ্গালী জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্ব বিপর্যায়ের মহাকাল”।

১৫ই আগষ্ট ১৯৭৫ সাল

বাঙ্গালী জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব অস্তিত্ব বিপর্যায়ের মহাকাল
৭১ হেরে যাওয়া হিংস্র হায়েনা পশু পাকিস্তান আই এস আই স্বদেশী পাচাটা নরপিশাচ সাম্প্রদায়িক মৌলবাদী ঘাতক দালাল আল বদর আল শামস আল রাজাকার কর্তৃক মধ্যযুগীয় বর্বর হত্যাকাণ্ডের নীল নক্সা বাস্তবায়নের তৃতীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটায় জাতিরজনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে

পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভূট্টোর খায়েশ মিটাতে রাও ফরমান আলী ইয়াহিয়া আর টিক্কার নির্দেশে ৭১ যেমন বাঙ্গালী নিধনের গোলাবারুদ আর কামান গর্জে উঠেছিল; ঠিক একই ধারায় স্বদেশী হায়েনা আর কিছু উচ্চাভিলাষী সেনা সদস্যের কামান বাঙ্গালী জাতিকে চিরতরে এতিম করে লাল সবুজের পতাকাকে করে যায় কলঙ্কিত- এই কালো রাত্রি ১৫ আগষ্ট, ১৯৭৫
শুধু রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেনি; হত্যা করেছে রাষ্ট্রের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতার মুল পবিত্র সাংবিধানিক কাঠামো আদর্শ নীতিকে    
তাতেও যদি ক্ষান্ত হত, দুঃখ ছিলনা দুঃখ এখানেই যে মুজিব হত্যার বিচার করা যাবে না পাকিস্তান আই এস আই ইন্টেল্যাকচুয়াল/ পাকিস্তান সিকিউরিটি অফ ইনটেলিজেন্ট মেজর জিয়াকে বিলিয়ন বিলিয়ন ডলার উপঢৌকন দিয়েশেখ মুজিব হত্যার বিচারকে রোহিত করার জন্য কালো আইন ইনডেমনিটিপাশ করান হয়যাতে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচার কখনোই কার্যকর না করা যায় অর্থাৎ বাংলার মাটিতে যেনো শেখ মুজিবের নাম পুনরায় উন্থাপিত না হয়
একটি পরিবার, একটি মন্ত্রী পরিষদ, একটি রাজনৈতিক দলের নীতিনির্ধারক, মুক্তিযোদ্ধা, মুজিব বাহিনী, মহান স্বাধীনতার সফল সংগঠক, জাতীয় নেতা, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, ভক্ত অনুসারী, স্থল, নৌ বিমান বাহিনীর জোয়ানদের হত্যাকারী পাপিষ্ঠের যথোপযুক্ত শাস্তির বিধানকে পকেটে রাখার মত দাম্ভিকতা দেখিয়ে, বিচার বিভাগীয় সকল স্বাধীনতা খর্ব করে স্বৈরাচারী খুনি ঘাতক সামান্য একজন মেজর হয়ে যায় প্রধান সামরিক আইন প্রশাসক  লেফটয়ান্যান্ট জেনারেল জিয়াউর রহমান

কিন্তু বিধাতা বলে, আল্লাহ্বলে, ভগবান বলে অথবা ঈশ্বর বলে তো একজন আছেন যিনি জগতের শ্রেষ্ঠ বিচারক মুজিব হত্যার বিচার হয়েছে এই বাংলার মাটিতেই জিয়ার মৃত্যুর পরে লাশ খুঁজে পাওয়া যায়নি চট্টগ্রাম সার্কিট হাউস থেকে মিথ্যে বানোয়াট ভুয়া মৃতদেহের নামে একটি শূন্য কফিন হেলিকপ্টারে বহে এনে গোটা বাঙ্গালী জাতিকে চরমভাবে প্রতারণা করা হয়
জাতিরজনক বঙ্গবন্ধু হত্যার বিচার তাঁর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক বিচার ব্যবস্থা বিধি নিয়ম নীতি আইনের মাধ্যমেই প্রতিষ্ঠিত করেছেন
কিন্তু জিয়া হত্যার বিচার হল না কেন
তাঁর বিধবা স্ত্রী মাননীয় বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মূখে জাতি কেন একবারও শূনতে পেলো নাজিয়া হত্যার বিচার চাই” ?? কথা আওয়ামী লীগ নেত্রী বিচক্ষক জননেত্রী শেখ হাসিনাও অনেক জনসভায় প্রশ্ন তুলেছেন”  জিয়া হত্যার বিচার হল না কেন? জিয়াওতো বিতর্কিত হলেও একজন মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর প্রধান ছিলেন? ছিলেন অবৈধ হলেও দেশের রাষ্ট্রপতি??????  তাঁর হত্যার কেন বিচার হবে না? যারা আওয়ামী লীগ তথা স্বাধীনতার স্বপক্ষের বলে দাবী করেন, তারা সুদীর্ঘ ২১ টি বছর উন্মাদের মত রাজপথ কাপিয়ে দিয়ে গগনবিদারী চিৎকার করে বলেছেমুজিব হত্যার বিচার চাই মহান আল্লাহ্তাকবুল করেছেন মুজিব হত্যার বিচার অসম্পূর্ণ হলেও জনের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে

কিন্তু আমার যে বন্ধুরা বি এন পি একান্ত নেতা কর্মী ভক্ত অনুসারী তাদের মুখেও কেন আমরা ঘুমের ঘোরে ভুল করেও শূনতে পেলাম নাআমরা জিয়া হত্যার বিচার চাই”?
এই জিয়া হত্যার বিচার না চাওয়া বরং ধামাচাপা দেবার রহস্যজনক লীলাখেলা ভেদ উন্মোচনে বিজ্ঞ ব্যর্থ রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডঃ বদরুদ্দোজা চৌধুরীর ভূমিকা কি? তিনি তো জাতিকে সত্য ঘটনা খুলে বলতে পারেন??????????????  
মোকতেল হোসেন মুক্তি
সভাপতি, সময়৭১
সহ সভাপতি, কেন্দ্রীয় কমিটি,
বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ                        
প্রতিষ্ঠাতা সভাপতি
মালদ্বীপ আওয়ামী লীগ


No comments:

Post a Comment

thanks for your valuable comments.